শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বইমেলায় আসছে শান্তর কবিতার বই ‘ঈশ্বর ও হেমলক’

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৫০
আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৬
বইমেলায় আসছে শান্তর কবিতার বই ‘ঈশ্বর ও হেমলক’

এবারের বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর তৃতীয় কবিতার বই ‘ঈশ্বর ও হেমলক’। বইটি প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আর করিম।

এক ফর্মার এ কবিতার বইয়ে প্রকাশ পেয়েছে প্রেম, পরিণতি, বিরহ ও হতাশার কবিতা। বইটির মূল্য রাখা হয়েছে ৬৫ টাকা।

সাজেদুর আবেদীন শান্তর বিগত বইগুলো এক ফর্মার। ফলে তিনি এক ফর্মার কবি হিসেবে পরিচিত। তিনি একাধারে কবি, লেখক ও গণমাধ্যমকর্মী। শৈশবে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। বর্তমানে তিনি বিভিন্ন পত্রিকায় কবিতা, গল্প ও কলাম লেখেন।

তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ (২০২১) ও ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ (২০২২)। এছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’। তিনি ‘প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা (২০২২)’ লাভ করেন।

বইটি সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘গত দুটি বইয়ে ভালো সাড়া পেয়েছিলাম। অনেকে বই দুটি পড়ে আলোচনা করেছেন। সেই সাহস নিয়ে তৃতীয় বই করা। আশা করি এটিও পাঠক নন্দিত হবে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে