শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সেইফ ফাউন্ডেশনের পাবলিক লাইব্রেরী ও আই টি সেন্টার উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১
সেইফ ফাউন্ডেশনের পাবলিক লাইব্রেরী ও আই টি সেন্টার উদ্বোধন

মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের শিক্ষাপল্লী ধব্জী গ্রামে সেইফ ফাউন্ডেশনে'র উদ্যোগে একটি পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক-ছাত্র মিলনায়তনে এই লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মো: জিয়া উদ্দীন।

কালকিনি প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জাকির হোসেন। সেইফ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোয়ার হোসাইন সবুজ, দপ্তর সম্পাদক শিব্বির হোসাইন রিতুন সহ উপস্থিত ছিলেন রিয়াদুল ইসলাম, রিয়াজ বিন মোহাম্মদ, আবুল কাশেম রাজন, হাবিবুর রহমান ও মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক শরাফত উল্লাহ।

এসময় বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস- ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু'কূলে বসবাসরত জনগোষ্টিকে একটি ব্রীজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে।

আলোচনা শেষে লাইব্রেরীর উদ্বোধন ঘোষণা করা হয়। একই সাথে সেইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন বই এবং একটি কম্পিউটার প্রদান করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে