একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির ডাকা চতুর্থদফা অবরোধ কর্মসূচির ১ম দিনে রাজধানীর মিরপুর ২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা।
রোববার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর ২ নম্বর হতে মিছিলটি শুরু হয়ে শেষ হয় সনি সিনেমা হল চত্তরে এসে। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অর্ধ-শতাধিক ছাত্রনেতারা অংশ নেন। বিক্ষোভ মিছিলে তারা একদফা দাবি আদায়ে স্লোগান দেন।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সহ আরো অনেক কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস