বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ভারতের বাংলাদেশ সফর আটকে দিলো মোদি সরকার?

স্পোর্টস ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ১০:৩৩
ভারতের বাংলাদেশ সফর আটকে দিলো মোদি সরকার?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের জাতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রোহিত শর্মাদের বাংলাদেশে আসার কথা থাকলেও এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের অনুমোদন পায়নি।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, দিল্লির একাধিক সরকারি সূত্র জানাচ্ছে—বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের কূটনৈতিক শীতলতার প্রেক্ষিতে এই সফরের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “এই মুহূর্তে বাংলাদেশে দল পাঠালে জনগণের মধ্যে ভুল বার্তা যেতে পারে।”

বিসিসিআই ইতোমধ্যে সফর ‘রিশিডিউল’ করার প্রস্তাব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছে।

বোর্ডের পরিকল্পনা, সফরটি ২০২৬ সালে আইপিএলের পরে অনুষ্ঠিত হোক। তখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে বলে ধারণা করা হচ্ছে, ফলে পরিবেশও অনুকূল হবে।

বিসিসিআই’র এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশ আর পাকিস্তান এক নয়—এটা আমাদের মনে রাখতে হবে।

বিসিবির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সিরিজ এখন না হলেও ভবিষ্যতে তা করা যাবে।”

উল্লেখযোগ্য, গত বছর রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশ দল ভারত সফর করেছিল।

যদিও সে সময় ভারতের কিছু উগ্র সংগঠন ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ নামে অনলাইন ক্যাম্পেইন চালিয়েছিল, তবুও সরকার সিরিজ বাতিল করেনি কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট জড়িত ছিল।

এবারের প্রস্তাবিত সফরে কোনো টেস্ট না থাকায় বিসিসিআই মনে করছে সিরিজটি পিছিয়ে দিলে বড় কোনো ক্রিকেটীয় ক্ষতি হবে না।

ভারতের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে রাজীব শুক্লার আসার সম্ভাবনা থাকায় অনেকে আশাবাদী যে, তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট সম্পর্ক রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ভারতের সরকারের অনুমোদনের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে