ঢাকার গুলিস্তানের ফুটপাত থেকে শনিবার দুপুরে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল আলম বলেন, 'গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে আহাদ পুলিশ বক্সের ফুটপাত থেকে নবজাতককে উদ্ধার করেন স্থানীয় লোকজন।