অতি দ্রম্নত ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে হাসনাত
\হযাযাদি রিপোর্ট
ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অতি দ্রম্নত ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুলস্নাহ। শনিবার দুপুরে ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।
হাসনাত লেখেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতে বিজেপির তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি।
রাজধানীর খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
\হযাযাদি রিপোর্ট
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় দিয়া জামান সুরমা (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণি শিক্ষার্থী ছিল।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা সুরমার খালাতো ভাই শরিফুল ইসলাম বলেন, সে সপ্তম শ্রেণি থেকে এ বছর অষ্টম শ্রেণিতে উঠেছে। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ নিয়ে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে।
তিনি জানান, সুরমা খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা এলাকায়। তার বাবার নাম কামরুজ্জামান অপূর্ব।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।