শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিসিবির পণ্য বিক্রি শুরু ১৬ মে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১১ মে ২০২২, ১৭:৪৮

আগামী সোমবার (১৬ মে) থেকে বাজারে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি সংবাদমাধ্যকে নিশ্চিত করেছেন

তবে খোলা বাজারে টিসিবির বিক্রয় তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ সেগুলোর দাম এখনো নির্ধারিত হয়নি দুই একদিনের মধ্যে বৈঠক করে সেটা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি

বৈঠকে কত দামে সয়াবিন তেল বিক্রি হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে বলে জানা গেছে কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে- বৈঠকে সেই সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়

নিম্ন আয়ের মানুষের জন্য বছর ১১ বারের মতো খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি প্রতি মাসেই রাজধানীসহ সারা দেশে পণ্য বিক্রি করেছে সংস্থাটি ঈদের আগে সর্বশেষ ২৪ এপ্রিল টিসিবি পণ্য বিক্রি করেছে তারপর থেকে এখন পর্যন্ত পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে

গত এপ্রিলে টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে থেকে কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা কেজি দরে কেজি মসুর ডাল কিনতে পেরেছেন

অন্যদিকে, রোজার মাসকে কেন্দ্র করে গত মার্চ এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুলভ মূল্যের পণ্য বিতরণ করেছিল টিসিবি আগামী জুনের পর সরকার ধরনের আরেকটি কর্মসূচি হাতে নেওয়ার চিন্তা করছে বলেও কয়েকদিন আগে জানিয়েছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে