শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমেরিকায় ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী তরুণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৩, ১১:১৪

ইউনাইটেড স্টেট অব আমেরিকায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এয়ার্ড পেলেন বাংলাদেশী তরুণ ব্যবসায়ী আমানুর রশিদ খান জুয়েল। বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার উদ্যোগে আমেরিকার ফ্লোরিডার একজন সকল ব্যবসায়ী হিসেবে তাকে এ সম্মাননা প্রদান হয়। গত ৩ মার্চ শুক্রবার আমেরিকার ওয়েস্ট পামবিচ হিল্টন হোটেলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা এর সভাপতি মোঃ রহমান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরিডার ব্রাওয়ার্ড কান্ট্রির সাবেক মেয়র ডানো হোলনেস।

আরো উপস্থিত ছিলেন ফ্লোরিডার আওয়ামী যুবলীগের সভাপতি, সঞ্জয় কে সাহা,ব্যবসায়ী লুৎফুল ইমাদ বাপ্পী প্রমুখ। আমানুর রশিদ খান জুয়েল নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা। এক বার্তায় আমানুর রশিদ খান জুযেল জানান, তিনি দীর্ঘ ১৪ বছর যাবত আমেরিকার ফ্লোরিডায় সুনামের সহিত পেট্রোল জাতীয় পদার্থের ব্যবসা করে আসছেন। তারই স্বীকৃতি স্বরুপ সংগঠনটি আমাকে নির্বাচিত করে এ সম্মানা প্রদান করেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে