শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তায় কমেছে জ্বালানি তেলের দাম

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ২২:০২
মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তায় কমেছে জ্বালানি তেলের দাম
ফাইল ছবি: সংগৃহীত

মার্কিন শুল্ক পুনর্বহালের আশঙ্কায় বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে কমেছে পণ্যটির দাম। এছাড়া ওপেক প্লাসভুক্ত দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির খবরও জ্বালানি তেলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ৫৮ সেন্ট বা দশমিক ৮ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৬৮ ডলার ৫৩ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৭ সেন্ট বা দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৬৬ ডলার ৮৮ সেন্টে।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ৯০ দিনের বিরতি ৯ জুলাই শেষ হতে যাচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানসহ একাধিক বড় বাণিজ্য অংশীদারের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। এ শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা জ্বালানি তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, ওপেক প্লাসের উত্তোলন বৃদ্ধির খবর দাম কমার পেছনে ভূমিকা রাখছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির কারণে চাহিদা নিয়ে উদ্বেগ বেড়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বুধবার জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৩৮ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৯০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে