শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার, সম্পাদক ড. মামুনুর 

ইবি প্রতিনিধি
  ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ১২১ ভোট পেয়ে সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান একই ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান।

এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন (১২১), ড. মাহবুবর রহমান (১১৪) ও ড. আবু সিনা (৩৪)। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন, অধ্যাপক ড. মামুনুর রহমান (১২১), ড. আনোয়ারুল হক (৯০), ড. মিজানুর রহমান (৪৪) ও ড. খন্দকার তৌহিদুল আনাম (১৫)।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. ধনঞ্জয় কুমার ও কোষাধ্যক্ষ ইব্রাহিম আব্দুল্লাহ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, ড. আহসান-উল-আম্বিয়া, ড. আনিছুর রহমান, কে এম শরফুদ্দিন, ড. আমজাদ হোসেন, মাজেদুল হক, ড. মিয়া মো: রাসিদুজ্জামান, সাহিদা আখতার, ড. আসাদুজ্জামান, ড. দেবাশীষ শর্মা।

জানা যায়, নির্বাচনে মোট ৪০৮ জন ভোটার ছিলেন। এর মধ্যে ২৮২ টি ভোট কাস্ট হয়েছে। তবে ৬টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রগতিশীলতার জয় হয়েছে, শাপলা ফোরামের জয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ করে শিক্ষক সম্প্রদায়ের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করব। সকলের পরামর্শ নিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টা করব।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে