বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে পানচাষিদের সাথে সচেতনতামূলক সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৪২
দৌলতপুরে পানচাষিদের সাথে সচেতনতামূলক সভা

তীব্র তাপদাহে পুড়ছে দেশের পশ্চিমাঞ্চল। এ এলাকায় দিনের তাপমাত্রা প্রতিদিন প্রায় ৪২ ডিগ্রি কাছেই থাকছে। এ অবস্থায় প্রচন্ড গরমে সব শ্রেণীর মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রতিদিন খেটে খাওয়া মানুষেরা বাধ্য হয়ে কাজে বের হচ্ছে। তীব্র খরায় আবাদি ফসলের ক্ষেত শুকিয়ে যাওয়ায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।

এমতাবস্থায় উপজেলার পানচাষীদের সাথে চলমান তীব্র তাপ প্রবাহের জন্য পান বরজের ক্ষয়ক্ষতি মোকাবিলা বিষয়ক সচেতনামূলক মতবিনিময় সভা করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর শেখপাড়া এলাকায় এ সচেতনামুলক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টুর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, আব্দুল হালিম, আব্দুল খালেক, ইউপি সদস্য আবু হানিফ প্রমুখ। সচেতনামুলক মতবিনিময় সভায় এ এলাকার শতাধিক পানচাষী অংশ নেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে