রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ দিনের ছুটিতে শেষে আগামীকাল বুধবার খুলছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন,দীর্ঘ ছুটি শেষে বুধবার (১৭ এপ্রিল) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা। তবে আজ (মঙ্গলবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে হলে ফিরতে শুরু করছে শিক্ষার্থীরা। আর এতেই দীর্ঘ ছুটির পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার প্রাণচাঞ্চল্য।
যাযাদি/ এসএম