ভারতের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছে পাকিস্তান। একের পর এক ভারতের হামলার জবাবও দিচ্ছে ইসলামাবাদ। এরইমধ্যে বৃহস্পতিবার (৮ মে) রাতে কাশ্মীর সীমান্তের আবারও ৭ পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। যদিও নিহত সাত জনকে বিচ্ছিন্নতাবাদী বলে দাবি ভারতের।
এতে ওই বিচ্ছিন্নতাবাদীরা নিহতের পাশাপাশি পাকিস্তানের পোস্টেরও সমূহ ক্ষতি হয়েছে। বিএসএফ ওই হামলার ভিডিও পোস্ট করেছে।
যদিও এ বিষয়ে এখনও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়া হয়নি।