বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শাবি শিক্ষক সমিতির মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

শাবি প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২৪, ১৩:৫৭
শাবি শিক্ষক সমিতির মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
ছবি-যায়যায়দিন

তিন দফা দাবিতে আজও মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন পালন করে শাবির শিক্ষকরা।

1

শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিনটি দাবিতে ধাপ ধাপে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা সেতুমন্ত্রীর সাথে বৈঠক করে। কিন্তুু আশানুরূপ কোনো ফল আসেনি বরং বলা হয়েছে ২৫ সালে প্রত্যয় স্কিম চালু করা হবে যা আমাদের দাবির পরিপন্থী।

তিনি আরও বলেন, প্রায় পনেরোদিন যাবত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচলাবস্থা অথচ সরকারিভাবে শিক্ষকদের কোনো ধরনের সন্তোষজনক আশ্বাস দেয়া হয়নি। সুতরাং বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

এসময় শাবির প্রায় দুই শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে