ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (১৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ই-এর সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে শাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা।
শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, আমরা দেখেছি গতকাল ঢাবি স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য ভাই খুন হয়েছে। এর আগে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ ভাই হত্যার স্বীকার হয়েছে। আমরা এই সরকারের কাছে কি চাই? ওরা সংস্কার সংস্কার করতেছে। আসলে সংস্কার টা কোথায় হচ্ছে? আপনারা যদি সংস্কার করতে না পারেন, আমাদের সবার মতামত হচ্ছে আপনারা ক্ষমতা ছেড়েদেন। জনগণ সরাসরি ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ছাত্রদল ছায়ারতলে রাজনীতি করে নাই। এখন সব টার্গেট ছাত্রদলের বিরুদ্ধেই করা হচ্ছে কেন? পারভেজ হত্যা যেভাবে হয়েছে একই ভাবে ছুরিকাঘাতে সাম্যকেও হত্যা করা হয়েছে। এটা কি আমরা বলতে পারি না পরিকল্পিত হত্যা। যদি পরিকল্পিত হত্যা হয়, যদি আমরা বিচার না পাই আমরা ছাত্রদল শক্তভাবে মাঠে অবস্থান করব এবং ছাত্রদল কিভাবে প্রতিহত করতে পারে জনগন সবাই জানে। অতএব আমি চাই এই সরকার জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। জনগণ যাদের নির্বাচিত করবে তারাই ক্ষমতায় বসবে।এসময় বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা “কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়”, “সাম্যর রক্ত বৃথা যেতে দেব না”, “ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না”, "নিয়াজের দুই গালে জুতা মারো তালে তালে", “সাম্য হত্যার বিচার চাই”, “ইন্টেরিম জবাব চাই”—সহ নানা স্লোগান দিতে থাকেন।