ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত থেকেছিলেন মুস্তাফিজুর রহমান। তখন তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার আসরের মাঝপথে দল পেলেন এই বাংলাদেশি পেসার।
৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।
মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।
দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আইপিএল। তাতে সুখবরই পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ। বুধবার দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, তাকে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মৌসুমের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে।
চলতি মৌসুমে ৬টি ম্যাচ খেলা ফ্রেজার ম্যাকগার্ক নতুন করে মাঠে শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন না। তাতে কপাল খুলেছে মোস্তাফিজের। একই ফ্র্যাঞ্চাইজিতে বামহাতি পেসার ২০২২ ও ২০২৩ সালেও খেলেছেন। গত মৌসুমে অবশ্য খেলেছেন চেন্নাই সুপার কিংসে। দিল্লি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।
দিল্লি বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে অজি ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর অংশ নেবেন না। তাই মুস্থাফিজকে বদলি হিসেবে দলে নিয়েছে তারা।
এদিকে, মুস্তাফিজের ফেরায় ধারণা করা হচ্ছে মিচেল স্টার্কও হয়তো আর দলে ফিরবেন না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে আছেন দিল্লি পেসার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করার পর মোট ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। নিয়েছেন ৬১ উইকেট।