দীর্ঘ পাঁচ মাস পর চালু হলো দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ক্লাস-পরীক্ষায় ফিরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহার ছুটি , শিক্ষকদের কর্মবিরতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে এ দীর্ঘ সময়ে তারা ক্লাস-পরীক্ষায় বসতে পারেননি।
রোববার (২০ অক্টোবর) পাঁচ মাস পরে ক্লাসে ফিরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
গত ২৪ মে থেকে গ্রীষ্মকালীন ছুটিতে যায় শাবি। এরপর ঈদুল আযহার ছুটি। পরবর্তীতে ১ জুলাই থেকে সার্বজনীন পেনশন তুলে দেয়ার দাবিতে শিক্ষকদের কর্মবিরতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্লাসে ফিরতে পারেনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
সবশেষে ছাত্র জনতার গণআন্দোলনে শেখ হাসিনার পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন বিতর্কিত উপাচার্য মো ফরিদ উদ্দিন আহমেদসহ প্রশাসনিক বডির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফলে স্থবির হয়ে পড়ে একাডেমিক কার্যক্রম।
গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ নানা জটিলতায় এরপর ২৫ সেপ্টেম্বর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ২০ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দীর্ঘ পাঁচ মাসে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ক্লাসে ফিরলেন শাবি শিক্ষার্থীরা।
যাযাদি/ এসএম