হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও পর্যায়ের শিক্ষকবৃন্দের (রেজিস্টে্রশনকৃত) জন্য “বেসিক প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।
সকাল ১০ টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আপনারা জানেন গবেষণা সম্পর্কিত যে বিষয়গুলো আমরা আগে ম্যানুয়ালি করতাম, সে বিষয়গুলোই ম্যাটল্যাব এর মাধ্যমে অনেক দ্রুত ও সহজে করা যায়। এর মাধ্যমে আমরা আমাদের গবেষণা কাজের ব্যাপ্তি বৃদ্ধি করার সুযোগ পাচ্ছি। দেখা যাচ্ছে আমেরিকান একজন গবেষকও ম্যাটল্যাব ব্যবহার করছেন, আমরাও একই সফটওয়্যার ব্যবহার করছি, এক্ষেত্রে হয়তো ভার্সনের কিছুটা কম বেশি হতে পারে। অর্থাৎ আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। শুধু ট্রেনিং দিয়েই যাওয়া হলো কিন্তু আপনারা সেটা কাজে লাগালেন না। এক্ষেত্রে এই টাকা, প্রজেক্ট, সময়, কোন কিছুর কোন মূল্য থাকবে না। মূল কথা হলো আপনাদেরকে এটা ইউজ করে এর আউটকাম দিতে হবে। আমি আশা করি আপনারা এটা করবেন। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ম্যাটল্যাব একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর মাধ্যমে সহজে এলজেব্রিক ইকুয়েশন ও সিস্টেম সমাধান করা যায়। যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সহজে এর সাথে যুক্ত করা যায়। পাশাপাশি সহজে যে কোন ডাটা এনালাইসিস করা ও খুব সহজে ডাটা এনালাইসিসের ফলাফল প্রফেশনাল গ্রাফ এর মাধ্যমে দেখানো যায়। এছাড়াও গবেষণাক্ষেত্রে এর নানাবিধ ব্যবহার রয়েছে।