টিউশন পেতে ভোগান্তি দূর করতে কমিশনমুক্ত টিউশন মোবাইল এপস সেবা চালু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় প্রশাসনিক ভবন-১ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শাবি শিক্ষার্থী মো নাইম সরকারের সভাপতিত্বে ও নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম ।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের মেধার পরিচয় দিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায়। শিক্ষার্থীরা যেন টিউশন করতে ভোগান্তির শিকার না হয় তার জন্য এই উদ্ভাবনকে সাধুবাদ জানাই।
এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিকভাবে ভালো করার পরামর্শও দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসাইন, অধ্যাপক ড. মো ইকবাল হোসাইন, কর্মকর্তা- কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম