বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আ‘লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ইবি প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ১৬:৪৯
আ‘লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি : যায়যায়দিন

আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় তারা প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বয়কট করেন।

1

এসময় শিক্ষার্থীরা 'বাঁশের লাঠি তৈরি করো, জাপা লীগ বিদায় করো; আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে; স্বৈরাচারের দোসরেরা, হুশিয়ার সাবধান; দালালদের ঠিকানা, এই দেশে হবে না'সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বর্তমানে সন্ত্রাসী ছাত্রলীগ ও আওয়ামীলীগ জাপাসহ বিভিন্ন দলে আস্তানা গেড়েছে। সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে যাচ্ছে তারা। আওয়ামীলীগ এখন জাপাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। জাপা স্বৈরাচারের সমান দোষী। কারণ জাতীয় পার্টি ২০০৯ সালের পাতানো নির্বাচন, ২০১৪ সালের বিনা ভোটের এমপি এবং ২০১৮ সালের নিশি রাতের এমপি ভোটের অন্যতম সহযোগী। ইতিমধ্যে সারাদেশের ছাত্র-জনতা জাপাকে বয়কট করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই আওয়ামীলীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ গর্জে উঠবে। ইতিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণহত্যার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। তাদেরকেও হুশিয়ার করে দিতে চাই আপনারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। স্বৈরাচারীদের পুনর্বাসন করতে চেষ্টা করবেন না।’

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে