প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নবীন শিক্ষার্থীদের বরণ করেন তারা।
এসময় নবাগত ২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ফুল, চকলেট ও ছাত্রদলের লোগো সম্বলিত কলম প্রদান করে স্বাগত জানান নেতারা কর্মীরা।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ থাকলেও দলীয় বরণ সম্পর্কে জানতে চাইলে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন বলেন, আমরা যতদূর জেনেছি বিশ্ববিদ্যালয় হল দখল কারী, চাঁদাবাজি, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি করি না। আমরা শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি করি। আর নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো যাবে না এমনটি তো কোথাও বলা হয়নি। তাছাড়া আমরা বিশ্ববিদ্যালয় ভিতরে এই নবীনবরণ করিনি। আমরা বিশ্ববিদ্যালয় মূল ফটকে নবাগত শিক্ষার্থীদের বরণ করি।
এইদিকে বেরোবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে ছাত্র সংসদ এর মাধ্যমে সুষ্ঠু নেতৃত্ব গড়ে উঠুক এটাই চাই। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে ভিসি সিন্ডিকেটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীর ইচ্ছা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি সবার যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত সবার।
কেউ যদি তা না করে,সিদ্ধান্তের বাইরে কোন অপ্রয়াস চালায়,এর প্রতি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ভিসিকে সহ যথাযথ কতৃপক্ষকে অবশ্যই নিজেদের নেওয়া সিদ্ধান্তের ব্যতয় ঘটলে এর ব্যাখা সাধারণ শিক্ষার্থীদের দিতে হবে।
এই বিষয়ে উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী বলেন, আমি এই বিষয়ে অবগত নয়। আমি আজ ১৮ বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছিলাম। কই কেউ তো আমাকে জানায়নি। আমাকে সাথে সাথে জানালেই আমি ব্যবস্থা নিতাম। সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি করার সুযোগ নেই। যদি ক্যাম্পাসের বাহিরে কিছু করে সেটা আমার দেখার বিষয় না।
যাযাদি/এসএস