জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্টাল বিভাগর অধ্যাপক মো. নুরুল ইসলাম -কে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতনভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি ও Flood Risk Management Research Consortium এ পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইন্সটিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (AIT) থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS), রিমোট সেন্সিং (RS) এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ (EIA) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ড. ইসলাম যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন; একই সাথে অনারারী শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন। দেশী, বিদেশী জার্নালে তাঁর প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধ শতাধিক।
এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বৃত্তি অর্জন করেন উল্লেখ্য, University of Nottingham Endowed Postgraduate Prize, UK Fellowship by the NASDA(Japan), AIT, Thailand; Charles Wallace Bangladesh Trust; Sir Richard Stapley Trust; British Society of Geomorphology, UK। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যথা: নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট গবেষণা প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বায়ো ডাইভারসিটি রিসার্চ গ্রুপ অফ বাংলাদেশ, যুক্তরাজ্যের রিভার সায়েন্স নেটওয়ার্ক, ডিউক অব এডিনবরা, ন্যাশনাল ওশেনোগ্রাফিক এন্ড মেরিটাইম ইনস্টিটিউট। বর্তমানে তিনি জাতীয় ভূগোল সমিতির (BNGA) নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
যাযাদি/এসএস