বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত

যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৪৫
কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলায় ৩৫ জন আহত
ছবি: সংগৃহীত

হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী একসঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়।

1

জানা যায়, ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার (২০ নভেম্বর) থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

হামলার প্রতিবাদে আজ ঢাকা ও এর আশেপাশের এলাকার ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে।

বিক্ষোভকারী এক শিক্ষার্থী জানায়, আজ সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে আসলে, কবি নজরুলের শিক্ষার্থীরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের হামলার জবাবে তাদের প্রতিহত করা হয়। এতে এখন পর্যন্ত প্রায় ২৫-৩০ জন আহত হয়েছে।

ওই শিক্ষার্থী আরও জানায়, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজকে উপর্যুক্ত জবাব না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে