বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

প্রকাশ্যে এলেন মাভাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ১৫:০৭
ছবি : যায়যায়দিন

এবার প্রকাশ্যে এসেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এহসানুল মাহবুব জুবায়ের ও সাধারণ সম্পাদক মো.হাফিজ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩০০ শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে “ক্যারিয়ার গাইড লাইন ও নবীন উৎসব”অনুষ্ঠানে বক্তব্য প্রদানের মাধ্যমে প্রকাশ্যে আসে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক আহসান হাবীব ইমরোজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম,শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ,সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

জানা যায়, সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।তার গ্রামের বাড়ি ঢাকা জেলায়। সাধারণ সম্পাদক মোঃ হাফিজ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে