রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবছরও গুচ্ছ পদ্ধতিতে থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর রশিদ।
গত শনিবার (০৭ ডিসেম্বর) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছে থাকার বিষয়ে একটা চিঠি এসেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে আমরা এই বছর গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। গুচ্ছভুক্ত শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে বাকি সবাই গুচ্ছে আছে।
উল্লেখ্য, করোনাকালীন শিক্ষাসংকট কাটিয়ে উঠতে ২০ টি সাধারণ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু করে ইউজিসি। পরবর্তীতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়। সর্বশেষ ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তির দীর্ঘসূত্রিতা ঘিরে নানান সমালোচনা হতে থাকে। সেই সুবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে।
যাযাদি/ এআর