পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সকাল ১০ টায় ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে।
ছাত্রীদের ২০০ মিটার দৌড়, ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার সেটিং, ছাত্রীদের বল নিক্ষেপ, শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ( ভিসি বনাম প্রো-ভিসি টিম) ও কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং কর্মচারীদের ১০০ মি. দৌড় প্রতিযোগিতার মাধ্যমে দুপুরে এই আয়োজন শেষ হবে।
আয়োজনের অংশ হিসাবে আরোও রয়েছে বিকাল ৬:৩০ টায় টিএসসি কনফারেন্স রুমে বিজয় দিবস ও জুলাই বিপ্লবের স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। "মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস বিষয়ে শিক্ষকগণ স্ব স্ব বক্তব্য রাখবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও হামদ-নাত।
যাযাদি/এসএস