শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধান্জলী অর্পণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা।
সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হাসান ও সহকারী পরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামউদ্দিন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদত্ত বাণীতে উপাচার্য বলেন, ১৯৭১ এর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাত্র দুদিন আগে দখলদার পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে আমাদের স্বাধীন চিন্তার ধারক বিশিষ্ট ও প্রথিতযশা বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিলো আমাদের মুক্তচিন্তা, মেধা ও মনন ধ্বংস করে বুদ্ধিবৃত্তিক জগতকে নিঃশেষ করে ফেলা।
এ সময় তিনি ৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উজ্জীবিত হয়ে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
যাযাদি/এসএস