বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা, মেঘনায় এলাকাবাসীর বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা, মেঘনায় এলাকাবাসীর বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মেঘনা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় মেঘনা উপজেলা প্রাঙ্গণ এবং থানার সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

1

বিক্ষোভকারীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মিলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করেছিলেন। এর জের ধরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিক্ষোভ শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য মতিউর রহমান নাজিমুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত। উপস্থিত ছিলেন রামপ্রসাদের চর গ্রামের তরুণরাও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেঘনা উপজেলা শাখার সমন্বয়ক নাদিমুজ্জামান বলেন, ‘মেঘনা উপজেলার মানচিত্র থেকে রামপ্রসাদের চর গ্রাম মুছে দিতে চায় নলচর গ্রামের কিছু সন্ত্রাসী। তারা রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমরা এর প্রতিবাদ করেছি বলেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলি বলেন, ‘আমি নলচর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এ কারণে আমার স্বামী নজরুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার এবং বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।’

রামপ্রসাদের চর গ্রামের ডাঃ আঃ সালাম বলেন, ‘বালুখেকো সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু সুফল পাচ্ছি না। তারা ভয়ভীতি দেখিয়ে আমাদের জমিজমা নদীগর্ভে বিলীন করছে। প্রতিবাদ করায় আমাদের ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’

এ বিষয়ে মেঘনা থানার ওসি (তদন্ত) বলেন, ‘বাদী থানায় এসে মামলা করেছেন। মামলা নেওয়ার পর আমরা জানতে পারি, আসামিরা প্রকৃতপক্ষে গ্রাম রক্ষার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তদন্তে যদি মামলার সত্যতা না পাওয়া যায়, তবে তাদের নাম প্রত্যাহার করা হবে।’

বাদী আমজাদ হোসেনের এজাহারে যাদের আসামি করা হয়েছে তারা হলেন, নলচর গ্রামের নজরুল ইসলাম, রামপ্রসাদের চর গ্রামের মেঘনা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হুসাইন মোহাম্মদ মহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল, সাংবাদিক আবুল কালাম আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম, এবং রামপ্রসাদের চর গ্রামের সজীব, মোজাম্মেল ও তোফাজ্জ্বল।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে