মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আবারো একুশে বইমেলায় হাবিপ্রবি শিক্ষার্থী রাকিবের বই 'অরণ্যজাল'

হাবিপ্রবি প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৬
আবারো একুশে বইমেলায় হাবিপ্রবি শিক্ষার্থী রাকিবের বই 'অরণ্যজাল'
ফাইল ছবি

সুন্দরবনের গহীন রহস্য আর ভয়াল সৌন্দর্যকে উপজীব্য করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বোরহান আহমেদ রাকিব লিখেছেন তার প্রথম অ্যাডভেঞ্চার থ্রিলার উপন্যাস “অরণ্যজাল”। অনুজ প্রকাশন থেকে প্রকাশিত এই রুদ্ধশ্বাস উপন্যাস পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এর স্টল নং ৫৬১ থেকে ৫৬৪-এ।

হাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বোরহান আহমেদ রাকিব। অমর একুশে বইমেলায় প্রকাশিত এটি তাঁর দ্বিতীয় বই। এর আগে ২০২২ সালে প্রকাশ পাই তাঁর প্রথম উপন্যাস ' প্রথম উৎসর্গ '। এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি একাধিক উপন্যাস ও অসংখ্য কবিতা লিখেছেন।

বোরহান আহমেদ তার লেখালেখি সম্পর্কে বলেন, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতাম। ছোট থেকেই ইচ্ছে ছিলো নিজের লেখা কাগুজে জীবন পাবে তাই পড়াশোনার পাশাপাশি লিখালিখি ও চালিয়ে যেতাম সমান তালে তবে লেখার কাগুজে জীবন দেয়া এত সহজ ছিলো না এর জন্য অনেক ত্যাগ আর অপেক্ষা করতে হয়েছে যাক অবশেষে সেই অপেক্ষা শেষ হয় ২০২২ এ। আমার সাহিত্য অঙ্গনের অগ্রযাত্রার মূলে প্রেরণা যুগিয়েছে আমার বাবা মা।

নতুন বই অরণ্যজাল নিয়ে তিনি বলেন, 'সুন্দরবন, বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। এটি শুধু প্রকৃতির এক নিদর্শন নয়, এটি ভয়ের এক অদৃশ্য রাজ্য। সেখানে রাত মানে কেবলই অন্ধকার নয়; এটি ভয়াবহ এক সতর্কবার্তা। বাতাসের প্রতিটি স্রোত, নদীর প্রতিটি ঢেউ আর মাটির প্রতিটি কম্পন যেন মৃত্যুর এক অনিবার্য পূর্বাভাস। সুন্দরবনের এই রহস্যময় প্রেক্ষাপটে একদল সাহসী অভিযাত্রী নিজেদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এসব নিয়েই লেখা অরণ্যজাল। "অরণ্যজাল” কেবল একটি অ্যাডভেঞ্চার থ্রিলার নয়; এটি মানুষের সাহস, ভয়, এবং বেঁচে থাকার চরম লড়াইয়ের গল্প। গল্পের প্রতিটি মোড়েই লুকিয়ে আছে শিহরণ আর অজানা আতঙ্ক।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে