মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সীতাকুণ্ডে শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক

সীতাকুণ্ড প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ২০:৪৫
সীতাকুণ্ডে শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
ছবি: যায়যায়দিন

সীতাকুণ্ড সন্দ্বীপ চ্যানেলের ভাটিয়ারী সাগর উপকূল থেকে শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (১২ মে) বেলা ১১ টার দিকে ভাসানচর থেকে ৪টা বোটে করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল।

এই সময় একটি বোটের রোহিঙ্গারা ভাটিয়ারী উপকূল এলাকায় এসে নেমে যান। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে নারী পুরুষ ও শিশুর সহ প্রায় ৪৫ জনকে স্থানীয় লোকজন আটক করে তাদের।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ভাসানচর থেকে ৪টি বোটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নারী পুরুষ ও শিশু

রোহিঙ্গারা বোটে করে সন্দ্বীপ চ্যানেলের সাগরপথে যাচ্ছিল।

এ সময় ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ৪টি বোটের মধ্যে একটি বোটের রোহিঙ্গারা সকলেই সীতাকুণ্ড ভাটিয়ারী উপকূলের বেড়িবাঁধে উঠে পড়েন। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বোটটি ও রোহিঙ্গাদের আটক করে। পরে তারা সীতাকুণ্ড থানায় খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থল গিয়েছি। যাচাই-বাছাই শেষে পুনরায় তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে