প্রতিবারের মতো এবারও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা 'শীতের আঁচলে স্নেহের স্পর্শ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা যায়, গত ২৪ জানুয়ারি হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা গ্রাম পরিদর্শন করে দুস্থও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের টোকেন বিতরণ করে। ২৯ শে জানুয়ারি বুধবার সেই টোকেন অনুযায়ী শীতবস্ত্র বিতরণ হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান এবং হাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি রিজুয়ানুল হক সৌমিক ও সাধারণ সম্পাদক মো: লিটন প্রাং।
প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার তার বক্তব্যে বলেন, 'শীতের আচলে স্নেহের স্পর্শ'—এই মূলমন্ত্র নিয়ে প্রথম আলো বন্ধুসভা, হাবিপ্রবির মানবিক উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ। মানবিকতা ও বিবেকই একটি জাতিকে এগিয়ে নিতে পারে, আর শীতার্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের সফলতা। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজনের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। পাশাপাশি, সমাজের সকল মানবিক মানুষকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সেই সাথে এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকুক—এই কামনা।
বন্ধুসভার বন্ধুদের দেওয়া কম্বল উপহার পেয়ে শান্তু বালা (৭১ বছর) স্বস্তির নিশ্বাস ফেলেন। তিনি বলেন, ঠাকুর, তোমরা অনেক ভালো কাজ করলে। আমার একটা চাদরও ছিল না, শীতে খুব কষ্ট পেতাম। এই গরম কাপড়টা পেয়ে আমি খুব খুশি হয়েছি। ভগবান তোমাদের মঙ্গল করুক।
যাযাদি/ এসএস