মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ( বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম জীববিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য তাঁর প্রস্তাবিত প্রকল্প বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজি) কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট ডিভিশনের বিজ্ঞান ও প্রযুক্তি শাখার জীববিজ্ঞান বিষয়ক গবেষণা প্রকল্প রয়েছে।
উক্ত প্রকল্পের জীববিজ্ঞান উপ-শাখায় ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৬৮টি গবেষণা প্রকল্পের প্রস্তাবনা আসে। প্রস্তাবিত প্রকল্পের মধ্য থেকে ইউজিসি কর্তৃক নির্ধারিত সূচকের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যাচাই বাছাই এর পর ৩৪ টি প্রকল্পের চুড়ান্ত অনুমোদন দেয়।
উক্ত ৩৪টি প্রকল্পের মধ্য থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম পরিচালিত একটি প্রকল্প অনুমোদন পেয়েছেন। প্রকল্পের শিরোনাম: "Investigating the Interplay between Oxidative
Stress and Mitochondrial DNA Copy Number Variations in Patients with Preeclampsia".উচ্চতর গবেষণায় মাভাবিপ্রবি'র বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের বিশিষ্ট গবেষক ড. জহিরুল ইসলামের এই বিশেষ অর্জন এ বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা জগতে সুনাম বৃদ্ধি করবে। এ ছাড়া তিনিও এ সফলতার জন্য প্রসংশিত হবেন সর্বমহলে এবং নতুন গবেষকদের উৎসাহিত করবে এ সফলতা।
যাযাদি/ এসএম