সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রুয়েটে ইয়োর ক্যাম্পাসের ইন্টারেক্টিভ ফিডব্যাক সেশন অনুষ্ঠিত 

রুয়েট প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮
রুয়েটে ইয়োর ক্যাম্পাসের ইন্টারেক্টিভ ফিডব্যাক সেশন অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

শিক্ষার্থীদের জীবনযাত্রা সহজ ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রুয়েট রিপোর্টার্স ইউনিটির সহায়তায় শিক্ষার্থীদের নিয়ে ফিডব্যাক ও ডিস্কাশন সেশন আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সেশন অনুষ্ঠিত হয়।

রুয়েট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাঈন উদ্দিনের পরিচালনায় ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও সিইও মিলজার রহমান সেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।রুয়েট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য মারুফ বিল্লাহ রিফাত এ সেশন সঞ্চালনা করেন।

শিক্ষার্থীরা রুয়েটের হলগুলোতে থাকা ভেন্ডিং ও ওয়াশিং মেশিনের সুবিধা নিয়ে ইতিবাচক অভিমত দেন। পাশাপাশি, ইয়োর ক্যাম্পাস সেবা নেওয়ার সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হন ও সেবার মান উন্নয়নের উপায় নিয়ে মূল্যবান মতামত দেন।

ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস। শিক্ষার্থীদের কাপড় ধোয়ার সমস্যা সমাধানের জন্য আইওটি-ভিত্তিক অ্যাপ নিয়ন্ত্রিত ইয়োর লন্ড্রি সেবা চালু করেছে ইয়োর ক্যাম্পাস, যার মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ৩৫-৫০ টাকায় ১৫-২০টি কাপড় ধুয়ে নিতে পারছে। কাপড় ধোয়ার আগে ইয়োর ক্যাম্পাস অ্যাপ থেকে স্কেজিউল বুক করে সেল্ফ সার্ভিসে নিজের সুবিধামতো সময়ে কাপড় ধুতে পারে যে-কোনো শিক্ষার্থী। নেই অপেক্ষা করার কোনো ঝামেলা কিংবা দেরি হওয়ার কোনো আশঙ্কা।

অনেকসময় দিনে বা রাতে পড়াশোনার সময়ে হুটহাট ক্ষুধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের দোকানগুলো সবসময় খোলা না থাকায় বা দূরে অবস্থিত হওয়ায় বেশ বিড়ম্বনায় পড়ে যায় শিক্ষার্থীরা। উক্ত সমস্যা সমাধানের চিন্তা থেকে ২৪/৭ স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন চালু করেছে যার মাধ্যমে যখনতখন এমআরপি মূল্যে পণ্য কিনতে পারে শিক্ষার্থীরা। এমআরপি মূল্যের উপরও রেগুলার ৫% ডিসকাউন্ট এর ব্যবস্থা করেছে ইয়োর ক্যাম্পাস

শিক্ষার্থীবান্ধব ই-কমার্স সার্ভিস ইয়োর অফারস ইতোমধ্যেই যেকোনো পণ্যে নিশ্চিত বেস্ট প্রাইস নিশ্চিত করে শিক্ষার্থীদের মন জয় করেছে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েটসহ ২৬টির বেশি ক্যাম্পাসে ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী ইয়োর ক্যাম্পাসের সেবা নিচ্ছে। শিগগিরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এসব সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ইয়োর লন্ড্রি, স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন,ইয়োর সাটল,ইয়োর ক্যারিয়ার সেবাগুলো নিয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করে যাচ্ছে আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস।

ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ ইসতিয়াক উদ্দিন জানান, রুয়েট শিক্ষার্থীদেরকে স্বল্প মূল্যের প্রিমিয়ামের মাধ্যমে ইন্সুরেন্স সার্ভিস নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা চলমান আছে।

এছাড়াও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কিছু সেবা যেমন ইয়োর স্মার্ট লকার সার্ভিস, ইয়োর বিন, সর্বোচ্চ কম মূল্যে ইয়োর বাস টিকিট, সবচেয়ে কম মূল্যে ইয়োর ইন্টারনেটের ডাটা প্যাক, সার্ভিস চার্জ ছাড়া ইয়োর স্টুডেন্ট ব্যাংক একাউন্ট ওপেনিং ইত্যাদি নিয়ে কাজ চলছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে