রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবি সাদা দলের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আল-আমিন

ঢাবি প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৩:০৩
ঢাবি সাদা দলের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আল-আমিন
অধ্যাপক মো. আল-আমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের কোষাধ্যক্ষ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক মো. আল-আমিন। পাশাপাশি তিনি বাণিজ্য অনুষদের সিনিয়র প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঢাবি সাদা দলের নির্বাহী কমিটির এক সভায় তাকে সাদা দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ করা হয়।

এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পুঁজিবাজার সংস্কার কমিটির অন্যতম সদস্য, বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআর পাওয়ার জেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের দপ্তর সম্পাদক।

1

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ঢাবি সাদা দলের এক সাধারণ সভায় ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে