বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

হাবিপ্রবি পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রতিনিধি দল

হাবিপ্রবি প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৮:২৭
হাবিপ্রবি পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রতিনিধি দল
ছবি : যায়যায়দিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরিদর্শন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, বাংলাদেশ এর ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন তারা।

মঙ্গলবার (২৭মে) সকালে বিশ্ববিদ্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, বাংলাদেশ এর ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন, প্রোগ্রাম ম্যানেজার জেসমিন লায়লাসহ প্রতিনিধি দল।

1

বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে সেবাস্টিয়ান রিগার ব্রাউন বাংলাদেশে ইইউ এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি ইউরোপে উচ্চ শিক্ষা, ইরাসমুস মুন্ডুসসহ বিভিন্ন স্কলারশিপ এর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি বলেন, ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের জন্য আবেদনের দিক থেকে বাংলাদেশ কয়েক বছর ধরে তৃতীয় অবস্থানে রয়েছে এবং গত বছর ১৫৬ জন শিক্ষার্থী এই প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন। উপস্থাপনা শেষে পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষক -শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি, ট্রেজারার সহ বিভিন্ন অনুষদের ডিন ও শাখার পরিচালকরা উপস্থিত ছিলেন।

আইআরটি পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসাইন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন এর প্রতিনিধিগণ আমাদের বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে, তাদের কার্যক্রম নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছে। সেইসাথে আমাদের বিভিন্ন একাডেমিক এন্ড রিসার্চ এক্সচেঞ্জ এ সুযোগ সুবিধা নিয়ে কথা হয়েছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ বয়ে আনবে বলে আশা করি। অক্টোবরের মধ্যে আমাদের স্টুডেন্টদের নিয়ে বড় প্রোগ্রাম করার আগ্রহ প্রকাশ করেছে তারা।

আইআরটি'র সহকারী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ বলেন, ওনারা আসছেন মূলত আমাদের বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম তুলে ধরার জন্য এবং সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে কিভাবে তাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে পারে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কি কি সুবিধা পেতে পারে, প্রতিষ্ঠানের সাথে কি ধরনের কোলাবরেশনে যাওয়া যায় এসব বিষয় তুলে ধরেন তারা। আমাদের একাডেমিক স্টাফ, শিক্ষক, শিক্ষার্থী যেন ইউরোপীয় ইউনিয়নের ইরাসমুন্ডাস সহ বিভিন্ন প্রেস্টিজিয়াস স্কলারশিপ প্রোগ্রামে সহজেই অন্তর্ভুক্ত হতে পারে সে বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার, ল্যাব, ক্লাসরুম, লাইব্রেরি সবকিছু পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তারা কনভিন্স হয়েছে এবং আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোন কোন প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীরা যেতে পারবে কিভাবে যেতে পারবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের জন্য তাদের বিশেষ প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছে তারা। আমরা জুলাই আগষ্টের মাঝেই প্রস্তুতি গ্রহণ করে তাদের সাথে অফিসিয়াল ভাবে যোগাযোগ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে