বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। ছবি তোলার সময় নববর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। সে রকমই একটি ঘটনার ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে।
ওই ভিডিওই দেখা গিয়েছে, মিষ্টি খাওয়ানো নিয়ে ঝামেলা বেধেছে পাত্র এবং পাত্রীর। রেগে সেই মিষ্টি মাটিতেই ছুড়ে দিলেন বর। রাগী পাত্রকে শান্ত করতে দৌড়ে এল আত্মীয়স্বজন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। মালাবদল অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বার মিষ্টি খাওয়ানোর পালা। সেইমতো একটি রসগোল্লা হাতে নববধূর দিকে এগিয়ে যান বর। কিন্তু পাত্রী মুখ বাঁকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকেন। মিষ্টি খেতেও রাজি হননি তিনি। এর পরেই রেগে অগ্নিশর্মা হয়ে যান পাত্র। হাতের মিষ্টি ছুড়ে দেন মাটিতে। মেজাজ হারিয়ে মালাও খুলে ফেলেন এক টানে। সবাই তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁর কয়েক জন বন্ধু হাসতে শুরু করেন। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। চার লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। পাত্রীর অমতে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সূত্র: আনন্দবাজার