শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

“শিক্ষার মান নিশ্চিতে 'ডাবল এক্সামিনেশন সিস্টেম' পুনরায় চালু করা হবে — উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ২১:৪১
“শিক্ষার মান নিশ্চিতে 'ডাবল এক্সামিনেশন সিস্টেম' পুনরায় চালু করা হবে — উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: যায়যায়দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক বছরের মধ্যে সেশন জট ৭০-৮০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি শিক্ষার মান নিশ্চিতে 'ডাবল এক্সামিনেশন সিস্টেম' পুনরায় চালু করা হবে এবং ইনকোর্স পরীক্ষার খাতা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে সেগুলোর সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।”

বুধবার রাজধানী ঢাকার তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা—২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জুলাই—আগস্ট অভ্যুত্থানের সময় আমাদের দেশের শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের মানসিক ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদের মানসিক মনোবল ও স্বাস্থ্য সচেতনতা বিকাশের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর মত আরো নানবিধ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ দেশে একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার”।”

শিক্ষার্থীরা যাতে তাদের চাকুরির বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজসমূহে ক্যারিয়ার ক্লাব করার বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য এবং তেজগাঁও কলেজে দ্রুত ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা করার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপাচার্য ড. আমানুল্লাহ দেশের সকল কলেজের শিক্ষকদের কলেজ ক্যাম্পাসে দলাদলি বন্ধ করে, গবেষণা ও শিক্ষার্থীদের পাঠদান এবং শ্রেনীকক্ষে উপস্থিতি বাড়ানোর বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান। সুস্থ শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের পছন্দের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদের ছেলে—মেয়েদের চয়েজ, লাইফ স্টাইল ভিন্ন ভিন্ন হতে পারে, তারা কী চায় সেটা বুঝার চেষ্টা করতে হবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বই পড়া ও গল্প—উপন্যাস পড়ার প্রতি উৎসাহ প্রদান করেন।"

তেজগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুদ্দারদা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক এবং স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম, তেজগাঁও কলেজ গভর্নিং বোর্ডের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও মোঃ ফখরুল ইসলাম ভুঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য এবং স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোঃ লুৎফর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে