লিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছরের লকডাউনে কর্মহীন সময় শেষ করে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন। পুরোনো ছবিগুলোর শিডিউল এতোই জটিল আকার ধারণ করেছে যে চলতি বছর নতুন সিনেমা এড়িয়ে চলছেন তিনি। চলতি বছর তার সিনেমার তালিকায় রয়েছে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, সিদ্ধার্থ চতুর্বেদীর ‘শকুন বার্তা’, মহাভারতের হিন্দি রিমেক প্রভাসের সঙ্গে এখনও নাম ঠিক না হওয়া একটি সিনেমা। কিং খানের সঙ্গে ‘পাঠান’ ছবিটিও রয়েছে তালিকায়।
ভারতীয় গণমাধ্যমের দাবি, বিরতিহীন এই শিডিউলের জন্য চলতি বছর বেশ কয়েকটি সিনেমা ছেড়ে দিতে হয়েছে দীপিকাকে। পুরো বছরটি কেটে যাবে হাতে থাকা সিনেমা শেষ করতে করতেই। তার ওপর চলতি বছর শিডিউল দিতে হচ্ছে বেশকিছু বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যও।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd