বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

​মমতাজের কণ্ঠে আসছে নতুন দুই গান

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৪২
​মমতাজের কণ্ঠে আসছে নতুন দুই গান
​মমতাজের কণ্ঠে আসছে নতুন দুই গান

‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানটির সংগীতে পরিচালক ছিলেন মুসফিক লিটু।

এই একই সংগীতপরিচালকের নতুন আরও দুইটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হাসান মতিউর রহমানের কথায় গান দুইটির সুর করেছেন নাজির মাহমুদ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুইটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গীতিকার হাসান মতিউর রহমান বলেন, একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দু’টি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওতে গায়িকা হয়েই দর্শকদের সামনে আসবেন মমতাজ।

গান দুইটি সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে বলেও জানান তিনি।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে