বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১১:২৩
মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদ
সভাপতি ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদ

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ফরিদ মিয়া কমপ্লেক্সে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি এবং প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া, সাবেক সদস্য খ.ম. শাহাদাৎ হোসাইন মিজান, সাংবাদিক কবির হোসেন, মো. মাহফুজ হাসান মৃধা, মো. কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির এবং ইসমাইল হোসেন পান্নু প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মো. ছিরু মিয়া (দৈনিক যায়যায়দিন)-কে সভাপতি এবং কাজী মো. ওহিদুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ)-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ফরিদ আহম্মেদ মিয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন-

সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন),

সহ-সভাপতি কবির হোসেন (দৈনিক সরেজমিন),

সহ-সভাপতি মো. মাহফুজ হাসান মৃধা (দৈনিক দেশ বুলেটিন),

যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া (দৈনিক আমাদের সময়),

যুগ্ম সাধারণ সম্পাদক সামচুল আরেফিন (সাপ্তাহিক জাগ্রত জনতা),

যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহম্মেদ কবির (দৈনিক ভোরের ডাক),

সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ (দৈনিক কালের সমাজ),

দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস (দৈনিক কালের কণ্ঠ),

প্রচার সম্পাদক মামুন মোল্লা (দৈনিক ভোরের চেতনা),

ত্রুীড়া সম্পাদক মো. বাবুল শেখ (দৈনিক সুদীপ্ত চাঁদপুর),

ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক (অপরাজেয়২৪.কম),

তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু (দৈনিক ভোরের দর্পণ),

কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া (দৈনিক এশিয়া বাণী),

আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ (দৈনিক আনন্দ বাজার),

সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহবুবা হোসেন অন্তু (পাক্ষিক মুকসুদপুর সংবাদ)।

কার্যকরী সদস্যরা হলেন:

নুর আলম শেখ (দৈনিক আজকের জাগরণ),

মো. নিয়ামুল ইসলাম (নজরবিডি.কম),

নূর আসাদ মৃধা (দৈনিক বাঙালি সময়),

আশিক উন নুর দিপু (দৈনিক জনপদ),

জান্নাতুল ফেরদৌস পাপড়ী (দৈনিক প্রথম সূর্য্যদয়),

সুমাইয়া নুর প্রভা (দৈনিক বাঙালি খবর),

কামরুল মিয়া (দৈনিক সংবাদ প্রতিদিন)

ও সোহেল শেখ (দৈনিক বাংলার আকাশ)।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি মুকসুদপুরের গণমাধ্যমকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে