মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মধ্যনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৮:৩১
মধ্যনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
ছবি : যায়যায়দিন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সোনাইডুবি বিলে বিদ্যুৎ এর কুটির ঝুলন্ত তাঁরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পানিতে পড়ে মাসুক মিয়া (৫০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার পরে, প্রায় আড়াই ঘণ্টা জাল টেনে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুক মিয়া উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাসুক মিয়া বংশীকুন্ডা বাজারে কাঠাল বিক্রি করে দুই সহযোগী ব্যবসায়ীসহ নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে বোয়ালা হাওর পাড়ি দেওয়ার সময় তিনি আকস্মিকভাবে হাওরের উপর দিয়ে টানানো বিদ্যুৎ লাইনের তারে লেগে। সঙ্গে সঙ্গে তিনি পানিতে পড়ে তলিয়ে যান, এবং নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা তড়িঘড়ি করে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১০ টার দিকে সোনাইডুবি বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।”

স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট কতৃপক্ষের গাফিলতির কারনে, কিছুদিন পরপরই বিদ্যুৎ দুর্ঘটনায় অকালে অনেকের মৃত্যুবরণ করতে হচ্ছে।এছাড়া বিলের ওপর দিয়ে যাওয়া নিচু বিদ্যুৎ লাইন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে , কিন্তু বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধিরাও দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা আবারও ঘটতে পারে।

ধর্মপাশা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার হাফিজুর রহমান জানান,"হাওরের লাইনগুলো উচু করে স্থাপন করার জন্যে ইতোমধ্যেই কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়ে গেছে। দ্রুত পানি চলে আসায় এবছর লাইনগুলো উচু করা সম্ভব হয়নি। আশা করছি আগামী শুকনো মৌসুমের শুরুতেই লাইন সংস্কারের কাজ শুরু করতে পারবো।"

উল্লেখ্য, সোনাইডুবি বিল ও আশপাশের হাওর এলাকায় বিদ্যুৎ লাইনের তার অনেক স্থানে খুব নিচু হয়ে গেছে, যা স্থানীয়দের চলাচলের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি, দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে অবিলম্বে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো সংস্কার ও নিরাপদভাবে স্থাপন করতে হবে।

মাসুক মিয়ার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তিন সন্তানের জনক এই মানুষটি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে