সময় ঘনিয়ে আসছে। ক্রমশ পরিণত হচ্ছেন পরীমণি। মাতৃত্বের ছাপ চেহারায়, চোখেমুখে স্পষ্ট। তিনি কিন্তু সবটাই মন থেকে উপভোগ করছেন। এত বিতর্কের মধ্যেও মা হওয়ার আনন্দ, তৃপ্তি লুকাতে পারছেন না। সেই অনুভূতি থেকে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন এ নায়িকা। সেই ছবিতে সমুদ্রের গভীরতা সমান ভালোবাসা নিয়ে তাকে জড়িয়ে ধরেছেন ভালোবাসার মানুষ রাজ।
ফেসবুকে এই প্রেমময় মুহূর্তের ছবিটি মা দিবসে প্রকাশ করেছেন পরীমণি। ছবির মাধ্যমে গোটা দেশের নজর কেড়েছেন তিনি। নেটাগরিকরা এক বাক্যে মেনে নিয়েছেন, মাতৃত্ব সুন্দর। তবে মুদ্রার ওপিঠে আছে সমালোচনা। রক্ষণশীলতার বোধে তার এই বেবি বাম্পের ছবি অশ্লীল!
আপাতত কোনো কাজ করছেন না পরীমণি। মাতৃত্বকালীন ছুটিতে আছেন তিনি। স্বামীর সঙ্গে কক্সবাজারে সময়টা দারুণভাবে উপভোগ করছেন। একের পর এক ছবি প্রকাশ করে তেমনটাই বোঝাচ্ছেন।
গেল ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছিলেন পরীমণি। সরাসরি উল্লেখ না করলেও তিনি নিজেই এই আনন্দের সংবাদটি জানিয়েছিলেন সবাইকে। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছিলেন পরীমণি-রাজ। জানিয়েছিলেন, গত ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল ইসলাম রাজকে বিয়ে করেছেন এই নায়িকা।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd