নন্দিত উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই ফেসবুকে অনেকে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন।
তবে খবরটি পুরোপুরি গুজব, সুস্থ-স্বাভাবিক আছেন তিনি।
হানিফ সংকেত গুজব থেকে সাবধান থাকতেও আহ্বান জানিয়েছেন সবাইকে।
মৃত্যুর গুজবে হানিফ সংকেত বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ। ’
বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বিস্তারিত লেখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত।
যাযাদি/ এম
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd