শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বনানীতে হোটেলে নারীদের ওপর হামলা, ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ২৩:০০
বনানীতে হোটেলে নারীদের ওপর হামলা, ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার
বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায়ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বনানীতে একটি হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধরের ঘটনায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে বনানীর জাকারিয়া হোটেলে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে। ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে গেলে এক ব্যক্তি তার পথ রোধ করে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ওই নারী পড়ে যান।

আরেক নারীকে ধাওয়া করে ফেলে দেওয়া হয় মেঝেতে। পরে অন্তত ৮-১০ জন মিলে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার সময় হোটেলে ভাঙচুরের শব্দও শোনা যায়।

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা দায়ের করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার।

এদিকে, ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে যুবদলের এক বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

সেখানে বলা হয়, সংগঠনের কেউ যদি অপরাধে জড়ায়, তার দায় দল নেবে না। নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে