কলকাতার অভিনেত্রী শুভশ্রী ভাতের হোটেল খুলতে যাচ্ছেন। এমন কী হলো যে তাকে ‘ভাতের হোটেল’ দিতে হবে। এ নিয়ে কলকাতার সিনেমাপাড়ায় যখন চলছে জোর আলোচনা, তখন জানা গেল সত্যিই ভাতের হোটেল খুলছেন শুভশ্রী। তবে সেটি বাস্তবে নয়; অভিনয়জগতকেন্দ্রিক। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন শুভশ্রী।
ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের ইন্দুবালা তথা গল্পের প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। জানা গেছে, সিরিজের বেশির ভাগ শুটিং হবে কলকাতায়। কিছু অংশ হবে বাংলাদেশে।
পরিচালক দেবালয় জানান, সিরিজে ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। পর্দায় দুই সন্তানের বিধবা মা। বাংলাদেশের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়। একটা সময় সংসার চালাতে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই রান্না করবেন।
নিজের এই ভাতের হোটেল খোলার বিষয়ে শুভশ্রী বলেন, "দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি রাঁধব, বাড়ব, সবাইকে ভাত খাওয়াব। নিজের হাতেই হোটেলের সব কাজ করব। সব যাতে নিখুঁত দেখায়, তার অভ্যাস চলছে। বাড়িতে কোমর বেঁধে রান্না শুরু করেছি। ’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
যাযাদি/ এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd