দেশীয় শোবিজের সময়ের ব্যস্ত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিশেষ করে অভিনয়ে নৈপুণ্যতার কারণে টিভি নাটক, ওটিটি প্ল্যাটফর্ম এমনকি চলচ্চিত্রেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতায়ও তার জনপ্রিয়তা রয়েছে। এরই মধ্যে টলিউডে ‘আরও এক পৃথিবী’ নামের একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটার পর কলকাতার নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন। দেশীয় সিনেমাতেও কদর বাড়ছে তার। বেশ কয়েকটি ছবির প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে ফারিণ জানান, প্রস্তাব পেলেও ভালো কাজ করতে চাই আমি। সংখ্যা বাড়াতে আমি স্রোতের সঙ্গে তাল মিলাতে চাই না। ভালো গল্প ও চরিত্রে সিনেমায় কাজ করতে চাই।’
এদিকে ওটিটিতেও দিন দিন ব্যস্ততা বাড়ছে এই মডেল-অভিনেত্রীর। সম্প্রতি শেষ করেছেন তিনি সত্য ঘটনা অবলম্বনে ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ নামে নতুন একটি ওয়েব ফিল্ম। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি আগামী ২৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ অবমুক্ত করা হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে অনেকটা আনন্দঘন পরিবেশে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ছবির সকল শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও শোবিজের বিভিন্ন তারকা উপস্থিত থাকবেন।
‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ নামের সিনেমার গল্পটি মূলত পরিচালক শিহাব শাহীনের জীবনের ঘটনা থেকে নেওয়া। গল্পে দেখা যাবে, অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পাশাপাশি সেখানে চাকরিও করেন শাদিদ। হঠাৎ এক রাতে মেয়ে ফোন করেন বাবাকে। শিহাব শাহীন তখন ঘুমে। ফোনে শাদিদ বলেন, ‘বাবা, কেউ একজন আমাকে ফলো করছে, তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো।’
ওয়েব ছবিটিতে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং আর বাবার চরিত্রে শহীদুজ্জামান সেলিম। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সোহেল মণ্ডল।
এর আগেও শিহাব শাহীনের পরিচালনায় বেশকিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এই পরিচালক-অভিনেত্রী জুটির ‘কমলা রঙের রোদ’, ‘বদলে যাওয়া মানুষ’, ‘প্রীতি আমার ভালোবাসা’, ‘স্ত্রীর দশটি বদঅভ্যাস’ নাটকগুলো দারুণ প্রশংসিত হয় দর্শক মহলে। শিহাব শাহীনের পরিচালনায় ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজটিও আলোচিত হয়। একই পরিচালকের আরও একটি ওয়েব ফিল্মে কাজ করছেন তাসনিয়া ফারিণ। এটির নাম দেওয়া হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
এছাড়া তাসনিয়া ফারিণের হাতে নাটকও আছে বেশ কয়েকটি। ফারিণের ভাষ্যমতে, বিয়ের পর তার সবদিক থেকে ভালো ভালো কাজের প্রস্তাব আসছে, করছি। বিয়ে আমার জীবনের অন্যতম আশীর্বাদ। যেদিন আমি বিয়ের তারিখ চূড়ান্ত করি, সেদিনই আমার কাছে দুটো ভালো কাজের প্রস্তাব আসে। এ ছাড়া ব্যক্তিগত জীবনও ভালো যাচ্ছে। বিয়েটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। বিয়ের কারণে আমার জীবনের মোড় ঘুরে গেছে। আমার মনে হয়েছে, বিয়ের পর ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর সবার যে পরিমাণ সাড়া পেয়েছি, মুগ্ধ আমি।’ অবশ্যই বিয়ে আমার জন্য আশীর্বাদ।’
উল্লেখ্য, গত ১১ আগস্ট শেখ রেজওয়ানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাসনিয়া ফারিণ।
যাযাদি/ এস