প্রথমবারের মতো গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
‘তুমি রবে নীরবে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন টরন্টোপ্রবাসী গজল শিল্পী শিরিন চৌধুরী।
এখানে মায়ের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ এবং তার মেয়ের চরিত্রে দেখা যাবে মডেল নিদ্রিতা সরকারকে। নির্মাতা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং করা হলেও তার স্বপ্ন ছিল বনানী কবরস্থানে শুটিং করার।
তার সে স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্য দিয়ে। এ ছাড়া তিনি এও জানান, সংসদ ভবন এলাকার মতো জনবহুল এরিয়ায় কোনো প্রকার প্রটোকল এবং বাধা-নিষেধ ছাড়া নির্বিঘ্নে শুটিং করেছেন, যা তার কাছে অনেকটাই অকল্পনীয় এই সময়ে।
চয়নিকা চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকেই একটি গল্পের মাধ্যমে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। এই গানের মধ্য দিয়ে অনেক বছর পর মিউজিক ভিডিও নির্মাণ করছি।
তা ছাড়া গল্পভিত্তিক কোনো মিউজিক ভিডিওতে এটাই প্রথম কাজ মৌয়ের। মিউজিক ভিডিও হলেও এখানে কোনো লিপসিং নেই, পুরোটাই গল্পপ্রধান। আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে মিউজিক ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।
মডেলিংয়ের পাশাপাশি মৌ কাজ করেন নাটকেও। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’, ‘মায়ার খেলা’, ‘চণ্ডালিকা’ ও ‘নকশীকাঁথার মাঠ’ ইত্যাদি। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘অল দ্য বেস্ট’, ‘বদনাম’, ‘মনে পড়ে রুবি রায়’, ‘নীল আকাশ প্রেম বিষ’ ইত্যাদি টিভি নাটকে।
যাযাদি/আর