সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে অবরোধ, চট্টগ্রামে রণক্ষেত্র

চট্টগ্রাম ব্যুরো
  ০৫ মে ২০২৫, ১৪:৪২
মাওলানা রইস হত্যার বিচার দাবিতে অবরোধ, চট্টগ্রামে রণক্ষেত্র
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। এসময় আন্দোলনকারীদের সরাতে টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে পুলিশ।

সোমবার (৫ মে) সকাল থেকে নগরের মুরাদপুর মোড়, জিইসি, সল্টগোলা ক্রসিং, অক্সিজেন মোড়, ওয়াসা মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করেন অন্দোলনকারীরা।

সরেজমিন দেখা যায়, সকালে পৌনে ১০টার দিকে মুরাদপুরে জড়ো হতে থাকেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা।

এসময় তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জিইসির মোড়ে সড়ক অবরোধ করে। এতে রাস্তার উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।

একই ইস্যুতে নগরের অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংয়ে সড়ক অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে গাছে বেঁধে মারধর করার পর সকাল ১০টার দিকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরে তিনি কারাগারে মারা যান। এ ঘটনার প্রতিবাদে আজকের (৫ মে) কর্মসূচি ছিল তিন ঘণ্টা সড়ক অবরোধ।

এদিকে, সড়ক অবরোধের কারণে যানজটের পড়তে হয় অফিসগামী যাত্রী ও স্কুল শিক্ষার্থীদের। যান চলাচল বন্ধ করে দেওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে অনেককে। যানজটে আটকে পড়া নিয়াজ মোরশেদ নামের এক কর্মজীবী বলেন, সড়ক অবরোধের কারণে সময়মত গন্তব্যে পৌঁছাতে পারিনি। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে অফিসে যেতে হচ্ছে। এই গরমের মধ্যে সড়ক অবরোধ করে আমাদের মত সাধারণ নাগরিককে দুর্ভোগে ফেলা হচ্ছে। আমরা এসব থেকে পরিত্রাণ চাই।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মিডিয়া সেলের প্রধান ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশের সঙ্গে লাঠিয়াল বাহিনী অতি উৎসাহী হয়ে আমাদের ওপর হামলা করেছে’।

বাঁশখালী উপজেলার গুণাগরী চৌমুহনী এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পটিয়া উপজেলার কাগজিপাড়া ও শান্তির হাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়। সকাল ১০টা থেকে সীতাকুণ্ডের বগুলা বাজার, কদমরসুল, ভাটিয়ারী এলাকায় ‘সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে