বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

বিনোদন রিপোর্ট
  ০৭ মে ২০২৫, ১১:৫৩
আপডেট  : ০৭ মে ২০২৫, ১১:৫৬
প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’
প্রীতম-জেফার

‘দাগি’ সিনেমার সাফল্যের পর আবারও শুটিংয়ে ফিরেছেন নির্মাতা শিহাব শাহীন।

তবে এবার বড়পর্দার জন্য নয়, শুটিং করছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আজ থেকে প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে তিনি শুরু করছেন ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং।

জানা গেছে, রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে সিনেমার শুটিং, চলবে টানা ৫ দিন। এরপর কক্সবাজারের মনোরম লোকেশনে হবে এর বাকি অংশের দৃশ্যধারণ।

শিহাব শাহীন বলেন, ‘একদম রোমান্টিক ঘরানার প্রজেক্ট “তুমি আমি শুধু”। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম-জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ। আশা করি, কাজটি দর্শকদের ভালো লাগবে।’

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে