বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার (৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এদিন সিদ্দিককে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে এ সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক। পরের দিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
যাযাদি/আর